বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মোল্লাকান্দির আলোচিত তুহিন হত্যা মামলার আসামি জাকির গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২২, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আলোচিত তুহিন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি জাকির সরকার (২৪) গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, বৃহ¯পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের কংসপুরা নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাকির সরকার কংসপুরা গ্রামের মৃত ওলিউল্লাহ্ সরকারের ছেলে। সে টঙ্গিবাড়ী থানায় দায়েরকৃত তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি। গেল গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় টঙ্গিবাড়ী উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে তুহিন সরকারকে তুলে নিয়ে একদল লোক বেধড়ক মারধর করে। রাত ৯টার দিকে আহত অবস্থায় তুহিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।

তার শরীরে আঘাত ও মাথার পেছনে জখম হওয়ায় অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় ২৫ জনের নাম উলে­খ করে নিহত শাহ কামাল তুহিনের বাবা আলম সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে তুহিনের বাবা আলম সরকারকে হুমকি দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল টঙ্গিবাড়ী থানায় তিনি আরেকটি অভিযোগে জানান তিনি।

এ বিষয়ে আলম সরকার বলেন, মামলা তুলে নেওয়ার জন্য আমাদের নানাভাবে হুমকি প্রদান করেছে এই জাকির। বিভিন্ন সময় এলাকায় অস্ত্রের মহড়া চালাতো সে। আমি তার ফাসিঁ দাবি করছি। পুলিশ জানায়, মামলার বাকী আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। যে কোন মুহুর্তে পলাতক আসামিদের গ্রেফতার করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ