স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের হাতিমারায় জিপগাড়ি ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে গুরতরভাবে ৪ জন আহত হয়েছে। শুক্রবার রাত ১১ টায় হাতিমারা বেতকা সড়কে এ ঘটনা ঘটে। এতে নসিমনের চালক ও হেল্পারের অবস্থা আশঙ্কা জনক। এর মধ্যে জিপগাড়ির চালক ও ভেতরে একজন নারী যাত্রীও আহত হন।।
স্থানীয়রা জানান, বিকট শব্দ পেয়ে রাস্তায় ছুটে এসে তারা এ আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শিরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে জিপগাড়িটি নসিমনকে জোড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।