স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ অভিবাসনের ধারণা ছড়িয়ে দিতে এবং বিদেশ-ফেরতদের সমাজে পুনরেকত্রীকরণে উৎসাহিত করতে এক সচেতনতামূলক কার্যক্রম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো কোমলমতি শিক্ষার্থীদের অভিবাসন বিষয়ক প্রাথমিক তথ্য জানানো। এর মাধ্যমে নিরাপদে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি বিদেশ-ফেরতদের জীবনে, পরিবারে ও সমাজে টেকসইভাবে পুনরেকত্রীকরণের বিষয়েও একটি ইতিবাচক ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তারা বিদেশ-ফেরত অভিবাসীদের জীবন সংগ্রাম এবং সমাজে তাদের সম্মানজনক পুনরেকত্রীকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ মাহমুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ব্র্যাক বিদেশে গমনেচ্ছুদের নিরাপদে যেতে পরামর্শ দেওয়া থেকে শুরু করে বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্তদের মানসিক ও আর্থিকভাবে সহায়তা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা করে থাকে।”
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. আমির হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মাহমুদুল ইসলাম এবং প্রবাসবন্ধু ফোরামের সদস্য শিরীন আক্তার।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।