বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

ভাঙ্গনে হুমকির মুখে ২০০ বছরের দিঘিরপাড় বাজার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন নদীর তীরে উজানের ঢলে পদ্মায় তীব্র ঘুর্ণিস্রোতে ভাঙন দেখা দিয়েছে মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে ভাঙন শুরু হলে নদীগর্ভে বিলীন হয়েছে শতবর্ষী বাজারটির ২টি দোকান, ভূমি ক্ষয় হয়েছে আরও অন্তত ৪টি প্রতিষ্ঠানের। আতংক ছড়িয়েছে বাজারের শতশত প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে।

এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠান। মুন্সীগঞ্জের অন্যতম এই হাটবাজারে প্রায় ২ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত, কারণ এখনও ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় তীব্র স্রোত বইছে। মঙ্গলবার রাতে পৌনে ৯টার দিকে নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গেলে ভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আলমাস বেপারীর পাটের গোডাউন এবং উজ্জ্বলের দোকান নদীতে বিলীন হয়। এছাড়া আলমগীর এরশাদ খাঁসহ আরও কয়েকজনের দোকানের জমি ভেঙে পড়েছে, যা যেকোনো সময় ধসে যেতে পারে। পরিস্থিতি অবনতি হওয়ায় ব্যবসায়ীরা মালামাল ও টিন-কাঠের অবকাঠামো সরিয়ে নিতে শুরু করেছেন।

দিঘীরপাড় বাজারে দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও প্রতিবারই ভাঙনের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, ‘ভাঙনের খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, জরুরি ব্যবস্থা নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের টঙ্গীবাড়ী পওর শাখার উপসহকারী প্রকৌশলী মো: আশিক সারোয়ার বলেন, আগেও এখানে জিওব্যাগ ফেলা হয়েছিল, এবার আপদকালীনভাবে নতুন পদক্ষেপ নেয়া হবে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত