বলরাম বাহাদুর
মুন্সীগঞ্জের ছয় উপজেলায় প্রতিবারের ন্যায় সনাতন ধর্মীয় রিতিনীতির মধ্যে দিয়া ধর্মীয় ভাব-গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এবারও পালন করা হবে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব “ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৫” ১৬ আগস্ট- শনিবার (৩০শে শ্রাবণ ১৪৩২) শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব ।
অষ্টমী শুরু ১৫ই আগষ্ট শুক্রবার রাত ১১ঃ৪৯ মিনিটে। জন্মাষ্টমীর লগ্ন শুরু হবে ১৫ আগস্ট, বিকাল ৪:৩৫ থেকে, শেষ হবে ১৬ই আগস্ট, বিকাল ৫:৩০ টায়।
১৬ আগস্ট সরকারি ছুটির দিন। জানা যায়, এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলর মন্দিরে মন্দিরে কৃষ্ণ পূজা ও উপবাস সহ অন্যান্য ধর্মীয় আচরণ অনুষ্ঠান রয়েছে । প্রত্যেক উপজেলা থেকে ঐতিহ্যবাহী বর্ণাঠ্য জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় আলাদা ভাবে বিভিন্ন মন্দির থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য রেলী বের করা হবে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে বিকাল চারটায় বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির শেষ হবে।
গজারিয়া উপজেলায় বিকাল তিনটায় ভবেরচর দাসপাড়া মন্দির থেকে রেলি বের হয়ে ভবেরচর বাস স্ট্যান্ডে এসে শেষ হবে।
সিরাজদিখান উপজেলার সন্তোষ পাড়া থেকে রেলি বের হয়ে ধানিয়া পাড়ায় এসে শেষ হবে।
শ্রীনগর উপজেলায় দুপুর দুইটায় পাটাভোগ হরি বাড়ি থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শ্রীনগর বাজার অনন্তদেব মন্দির এসে শেষ হবে।
লৌহজং উপজেলার দক্ষিণ মসদগাঁও কালী মন্দির থেকে জন্মাষ্টমীর বর্ণঢ্য রেলি বের হয়ে লৌহজং সরকারি কলেজে মাঠে এসে শেষ হবে। এবং
টঙ্গীবাড়ি উপজেলায় সকাল সকাল নয়টায় ঘোষপাড়া কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ্য রেলী বের হয়ে টঙ্গীবাড়ি বাজার মহাদেব মন্দিরে এসে শেষ হবে।
জানা যায়, স্থানীয় উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা বৃন্দ সকল ধরনের খোঁজখবর নিচ্ছেন।
জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন কুমার মোদক মুন্সীগঞ্জ জেলাবাসীকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন । তারা বলেন যুগ যুগ ধরে মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর বাসী অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বসবাস করে আসছে।