স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকুহাটি এলাকার সৃজন ভান্ডার মাঠার কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলার মাকুহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান সম্পর্কে তিনি বলেন, সৃজন ভান্ডার মাঠার কারখানায় মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রস্তুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মাঠা প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।#