স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২ কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার পাটাভোগ ইউনিয়নের দক্ষিণ পাইকশা এলাকা থেকে মাসুদ রানা (৫২) নামের ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুই গাজাঁ উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সে লৌহজং উপজেলার খড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে। এসব গাজাঁর মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় এজাহার দায়ের করে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।