বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জুড়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রমের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের কালি খিল মাঠ থেকে মাওয়া বাজার, চন্দ্রেরবাড়ি, হলদিয়া, কনকসার, ঘোড়দৌড় বাজার, মালিরঅংক, ঘৌলতলী, জোড়পোল, পুর্ববুড়দিয়া হয়ে খিদিরপাড়া পর্যন্ত ২০ কিলোমিটার পথ পথসভা করে স্থানীয় জনগণের হাতে হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন৷ এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কোহিনুর শিকদার, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুল সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, তেউটিয়া বিএনপির আহ্বায়ক সাগর বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিস, যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল-আমীন খান, মাহবুব আলম টিটু, রিপন তালুকদার, জুয়েল শিকদার, সেচ্ছাসেবক দলের তানভীর আহম্মেদ অভি সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহস্র মোটরসাইকেল ও শতাধিক গাড়ির বহর নিয়ে পথসভা অংশ নেয়৷ ##
মো. শওকত হোসেন, লৌহজং