মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুক্তারপুর সেতুতে বাইক চুরি, সিসিটিভি দেখে চোরকে খুঁজছে পুলিশ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে বাইক রেখে নিচে ফুচকা খেতে নেমে মোটরসাইকেল খুইয়েছেন এক যুবক। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে, পুলিশ এখনো অভিযুক্তকে সনাক্ত করতে পারেনি। অভিযোগ সূত্রে জানা যায়, গেল রবিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মুক্তারপুর সেতুর উপর মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল- ৫২-৩৩১৮) রেখে সিড়ি দিয়ে নিচে ফুচকা খেতে যান সদরের বিনোদপুর এলাকার ইবনে জাহিদ নামের যুবক। এর ৪০ মিনিট পর উপরে ফিরে এসে দেখেন বাইকটি রেখে যাওয়া স্থানে নেই।

 

পরে সেতুর টোল প্লাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ওই যুবক দেখতে পান, দুপুর দেড়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তার মোটরসাইকেলটি চালিয়ে টোল প্লাজা পার হয়ে নারায়ণগঞ্জের দিকে চলে গেছেন। এ ঘটনায় ঐদিন বিকালে সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। কিন্তু স্পষ্ট ছবি থাকার পরও দুইদিনেও চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ।

সদর থানার সাব ইন্সপেক্টর মাসুম বিল্লাহ বলেন, থানায় অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ চোরকে সনাক্তে কাজ করছে।

সর্বশেষ - বাংলাদেশ