স্টাফ রিপোর্টারঃ
“অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শান্তরা রানী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলসহ অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। এসময় বক্তব্য রাখেন মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ আতাউর রহমান, মৎস্য চাষি মোঃ সেলিম খান ও মোঃ জিতু খান। প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসেল হোসেন।
মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় দুইজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এছাড়া সরকারি হরগঙ্গা কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।