স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নুরপুর যুব সমাজের উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত, আযান ও গজল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী হয়েছে। শুক্রবার নুরপুর মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পচু বেপারী ওয়াকফা স্টেটের মোতাওয়াল্লী হাজী আব্দুল জব্বার, গোলাম ফারুক জমিদার, আনিছ জমিদার, হাজী আলম মাই, হাজী নজরুল খাঁন, মুরাদ হোসেন টিপু, মুক্তার পাটোয়ারী, আমান মাই, মনির হোসেন, রানা মাদবর, রিবল ভূইয়া, মেহেদি প্রমুখ।