স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নির্দেশে লৌহজং উপজেলার ডহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডহরী উচ্চ বিদ্যালয়কে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য জিওব্যাগ ফেলা শুরু হয়েছে।
রবিবার এ কার্যক্রমের অংশ হিসেবে জিওব্যাগ ফেলা হয়। পর্যায়ক্রমে এই কাজ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আবুল কালাম মুন্সি, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ আলী, বর্তমান বিএনপির সভাপতি তুহিন খন্দকারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, জিওব্যাগ ফেলার ফলে বিদ্যালয়গুলোকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।