রবিবার , ১৮ মে ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষে নিহত ২, আহত ১৯

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৮, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন, নিউ ইয়র্ক সিটি মেয়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র এরিক অ্যাডামস বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়।

মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল, এবং এটি সৌজন্যমূলক সফরে নিউ ইয়র্কে এসেছিল।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় সাড়া দিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে (এক্স-এ) লিখেছেন: “এখন পর্যন্ত, জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও দুই জন দুঃখজনকভাবে মারা গেছেন।”

নিউ ইয়র্কের মেয়র এর আগে বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

শুভেচ্ছা সফরে আসা মেক্সিকোর নৌবাহিনীর জাহাজটি গিয়ে ব্রিজে ধাক্কা দেয়।

মার্কিন কর্মকর্তারা বলেন, কেউ পানিতে পড়ে যায়নি।

এর আগে মেক্সিকোর নৌবাহিনী জানায়, আহতের সংখ্যা ২২ জন। তারা নিশ্চিত করে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

নিউইয়র্ক কোস্ট গার্ড জানায়, কুয়াউথেমক নামের জাহাজটির দুটি মাস্তুলের উপরের অংশ ভেঙে গেছে এবং জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশন প্রধান জানান, “যান্ত্রিক ত্রুটি” ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাহাজটি ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা খায়।

অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং মাস্তুলগুলো সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।

সংবাদ মাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে যে তারা আহতদের সেবায় কাজ করছে।

নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) মানুষকে অনুরোধ করেছে যেন তারা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যান।

তারা এক্স-এ পোস্ট করেছে যে, “এই এলাকাগুলোতে প্রচণ্ড যানজট এবং অনেক জরুরি সেবার যানবাহন থাকবে।”

পরে কুয়াউথেমক নামের জাহাজটিকে টেনে সরিয়ে নেওয়া হয়।

মেক্সিকো নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই জাহাজটির দৈর্ঘ্য ২৯৭ ফুট (৯১ মিটার) এবং প্রস্থ ৪০ ফুট (১২ মিটার)। এটি প্রথম যাত্রা শুরু করে ১৯৮২ সালে।

প্রতি বছর নৌ একাডেমির ক্লাস শেষে এই জাহাজটি যাত্রা শুরু করে ক্যাডেটদের চূড়ান্ত প্রশিক্ষণের জন্য।

এ বছর এটি ৬ই এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে, আর জাহাজে ছিল ২৭৭ জন। এর শেষ গন্তব্য ছিল আইসল্যান্ড। – বিবিসি বাংলা

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হল মুন্নী সাহাকে

মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে

সিরাজদিখানে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

মোখা মোকাবেলায় ছিলো ব্যাপক প্রস্তুতি : প্রধানমন্ত্রী

মোখা মোকাবেলায় ছিলো ব্যাপক প্রস্তুতি : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধ দোকান থেকে লাশ উদ্ধার 

মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

মুন্সীগঞ্জে হরিজন সম্প্রদায়ের পাশে এমপি মৃণাল

আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট যন্ত্রপাতি প্রদর্শনী মেলা ২০২৫ অনুষ্ঠিত। 

বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিজ্ঞান উৎসব