বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সচেতনতা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সচেতনতা ও ও বোর্ডের নির্দেশনা দিয়েছেন  মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

 

 পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে; উক্ত সময় অনুমতিপ্রাপ্ত ব্যক্তিগণ ব্যতীত কেউ পরীক্ষাকেন্দ্রের আশেপাশের এলাকায় অবস্থান করতে পারবেন না;

– সুষ্ঠু ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে;

– পরীক্ষার ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশপূর্বক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে;

– পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান এর জন্য সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে ;

– এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে; কোথাও কোচিং সেন্টার খুললে সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওকে অবগত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

– যে কোনো আকস্মিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠানে কোনো বিঘ্ন যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে;

– ভূয়া প্রশ্নপত্র ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ বা ফাঁসের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার জন্য অনুরোধ করা হচ্ছে;

– পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিতকরণ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ