মো:রমিজ আলী
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম দাসের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের নেতারা কর্মিরা। তার মৃত্যু পরবর্তী সময়ে রামদাসের পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন বিএনপি এবং জেলা ও উপজেলা রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দরা।
শনিবার (২৬ এপ্রিল) একই ভাবে জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে।
তার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি জামায়াত নেতারা সব সময় তার পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গতকাল উপজেলা জামায়াত নেতৃবৃন্দরা রামদাসের বাড়ীতে যান। এসময় তার পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, আশরাফুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারী সকালে সমুদ্রে অবৈধ বালু উত্তোলনকারীদের সাথে কথা কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয় অবৈধ বালু খেকোরা। আর তার ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত এক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২১ ফেব্রুয়ারী রাম দাসের লাশ ভেসে ওঠে সমুদ্রে। তার পরিবারের একটি শিশু কন্যা রয়েছে।