স্টাফ রিপোর্টারঃ
“আনন্দময় স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান কবিতা আবৃতি পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা, দৈনিক এই বাংলা পত্রিকার চীফ রিপোর্টার মোঃ হুমায়ূন কবির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আল মামুন ও মোজাম্মেল হক । ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক মাহফুজা আক্তার, ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, দৈনিক এই বাংলার সোনারগাঁও উপজেলার স্টাফ রিপোর্টার মোঃ হিরু প্রমুখ।