ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির ডাকে বেরিয়ে মোসা. খাদিজা আক্তার (১১) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি খাদিজাকে ১০০ টাকার লোভ দেখিয়ে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
নিখোঁজ খাদিজা মালির পাথর কালাই এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। তার পিতা মৃত মোশারফ করিম এবং মাতা রওসনারা (৩৫)।
পরিবার জানায়, খাদিজা ঘরের মধ্যেই ছিল। এসময় অপরিচিত এক ব্যক্তি তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী ভাড়াটিয়া জানান, তিনি খাদিজাকে এক অচেনা ব্যক্তির সঙ্গে যেতে দেখেন। সন্দেহ হলে তিনি জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছো? জবাবে খাদিজা জানায়, সে তার চাচাতো ভাইয়ের সঙ্গে যাচ্ছে।
তবে পরিবার জানায়, খাদিজার মোট পাঁচজন চাচাতো ভাই রয়েছেন এবং ঘটনার সময় তাঁদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা কিশোরী খাদিজাকে যে ব্যক্তির সঙ্গে যেতে দেখেছিলেন, পরে তাদের চাচতো ভাইদের দেখিয়ে খাদিজার পরিবার নিশ্চিত করেন ওই অজ্ঞাত ব্যক্তি তার কোন চাচাতো ভাই ছিলেন না।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, তারা খাদিজাকে এক অচেনা লোকের সঙ্গে যেতে দেখেছেন।
ঘটনার পর তার মা রওসনারা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখনো শিশুটির কোনো খোঁজ মেলেনি। খাদিজা আক্তারের কোন সন্ধান পেলে তার মাতা রওসনারার মোবাইল নম্বরে (০১৪০৫৯৭৭১৫৩) দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।