শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

বার কাউন্সিলে ৩০০ শিক্ষার্থীকে পাস করানোর সুপারিশ এসেছিলো

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এবারের বার কাউন্সিলের পরীক্ষায় (এমসিকিউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ৩০০ শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার সুপারিশ করেন কিছু আইনজীবী ও রাজনৈতিক নেতারা। সেগুলি নাকচ করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বার কাউন্সিল তৈরি করছি যাতে এই আইন পেশাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।’

সোমবার বিকেলে মৌলভীবাজার আইনজীবী সমিতির ২নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিস্টেমে বড় ধরনের দুর্নীতি হতো। দুর্নীতির সমস্ত গলিপথ বন্ধ করে দিয়েছি। পরীক্ষার সিস্টেমে কোনো দুর্নীতি হবে, দুর্নীতির অংশীজন হিসেবে আমি থাকব, সে কারণে আমি আইনজীবী হইনি।’

জুলাই আন্দোলনের বছর পূর্তিতে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ বিচার হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চাই না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিচারকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বিচার প্রক্রিয়াকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। এই বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদদের আত্মার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যতগুলো প্যারামিটার আছে সমস্ত প্যারামিটার ধরে আমরা হাঁটছি।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ কাছে অঙ্গীকারবদ্ধ ও জুলাই শহীদদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। জুলাই গণহত্যার বিচার করব, মানবতাবিরোধী অপরাধের বিচার করব।’

এই বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় এবং বিচার প্রক্রিয়ায় কলঙ্কজনক অধ্যায় রচনার চেষ্টা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মৌলভীবাজার জজ আদালতের বিচারক (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এনায়েত কবির সরকার, মৌলভীবাজার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বার কাউন্সিলের সদস্য (ডি অঞ্চল) আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি

ছাত্র-জনতার আন্দোলনে রং মিস্ত্রী সজল হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে সাবেক সাংসদসহ ৪৫১ জনের বিরুদ্ধে মামলা

তামিম ইকবাল ও সাকিব আল হাসান

‘আমার ভাই যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে’, তামিমকে নিয়ে সাকিব

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

জুলাইে নিহত শহীদ ও আহত ১১ প‌রিবা‌রের মা‌ঝে অনুদা‌নে‌র চেক বিতরণ

মাহবুব আলম জয়ের কবিতা ‘তোমাকে দেবো কদম ফুল’

এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না: ইশরাক হোসেন

নাটেশ্বর বৌদ্ধমন্দিরে চীনা উপমন্ত্রী

‘ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা’ চুক্তি করল যুক্তরাষ্ট্র-সৌদি আরব

মুন্সীগঞ্জে বিনামূল্যে সার বিতরণ