স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি মুক্তারপুর শাখার উদ্যোগে রোববার বিকেলে মুক্তারপুর শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন কৃষক, বেদে, হিজড়া সম্প্রদায়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন, গ্রাহক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আর্থিক খাতে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রারম্ভিক সংগীত, নৃত্য, সংগীত পরিবেশনা, নাটিকা, জাদু প্রদর্শনী, ঐতিহ্যবাহী সাপ খেলা, গাছের চারা বিতরণ ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মুঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান খোন্দকার লুৎফুল কবীর, মুন্সীগঞ্জ শাখার মহাব্যবস্থাপক মুহাম্মদ মতিউর রহমান এবং আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শেখ আবুল আশেক। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন মুক্তারপুর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক রাসেল মিয়া। আয়োজকরা জানান, আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে সঞ্চয়, ঋণ, বিনিয়োগসহ ব্যাংকিং সেবার বিষয়ে সচেতন করা এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা হয়। এর পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।#