বুধবার , ২৮ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জের ঈদ জামাত, কখন কোথায়

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২৮, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল  ৭টায় শহরের কালেক্টরেট ঈদ গাঁ ময়দানে। সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত হবে শহরের টেনিস কমপ্লেক্স মাঠে এবং  শহরের বড় মসজিদ তথা কেন্দ্রিয় জামে মসজিদে।মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব ঈদ জামাতের এই সময় সূচির তথ্য জানান।

জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ শামীম মিঞা বলেন,   ঈদ জামাত আগে সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও  তা সকাল ৭টায় করা হয়েছে। তাই  ঈদুল আযহার প্রধান জামাত বৃহস্পতিবার  সকাল ৭ টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে।

 

। এছাড়াও জেলার গজারিয়া,  টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় ঈদের প্রধান জামাত  সকাল  ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এবারের ঈদের বৃষ্টির আশঙ্কায় বিভিন্ন ঈদগাঁ তেরপাল দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শীলু রায় জানান, ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা  উদযাপনের প্রশাসন সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

 

সর্বশেষ - বাংলাদেশ