শাহনাজ হীরাঃ
দীর্ঘদিন যাবৎ অসুস্থ আধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোতালেব মাস্টারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
রোববার সন্ধ্যায় আব্দুল মোতালেবের মানিকপুরের নিজ বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন এমপি মৃণাল কান্তি দাস। এসময় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের কাছে এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া চাইলে এমপি মৃণাল কান্তি আরেকবার নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।