শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. জাতীয়
  15. ঢাকা বিভাগ

টঙ্গীবাড়িতে ছেলের জন্মদিনে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের জন্মদিন উপলক্ষে গাছের চারা বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রুদ্রদীপ নামে এক শিশুর জন্মদিন উপলক্ষে সাতদিনব্যাপী ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন স্থানে ১৭১টি গাছের চারা বিতরণ করেন শিশুটির বাবা রাজীব পাল রনী ও মা পূর্ণিমা পাল। জানা গেছে, ছেল রুদ্র জন্মগ্রহণ করার পর থেকে ৬ বছর ধরে ছেলে রুদ্রদীপের জন্মদিন উপলক্ষে চারা বিতরণের আয়োজন করেন এ দম্পতি। শুধু টঙ্গীবাড়ির আশেপাশে নয়,পাল দম্পতি তারা সন্তানকে সঙ্গে নিয়ে টঙ্গীবাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলা সদরের বিভিন্ন প্রান্তে পথচলতি মানুষের হাতে গছের চারা তুলে দিয়েছেন।
গাছ বিতরণের পাশাপাশি স্থানীয় টঙ্গীবাড়ি মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে শিশুদের আঁকার বিষয় ছিল উন্মুক্ত। প্রতিযোগিতায় ৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীরা দুটি করে এবং চিত্রাঙ্কনে আংশগহণ অন্যান্য শিক্ষার্থীকে ১টি করে গাছপরব চারা উপহার দেন। কৃষ্ণচূড়া, বকুল, জলপাই, কাঁঠাল,পেয়ারা বহেরা,হরতকি, চালতা, নিম, জাম, আমসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শিশুদের মাঝে তুলে দেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ