মিজানুর রহমান ঝিলু
লৌহজং উপজেলার সিংহেরহাটি গ্রামের বাসিন্দা ফয়জল হোসেন দপ্তরী মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। এলাকায় তিনি ফজল দপ্তরী নামে সমধিক পরিচিত ছিলেন। ফজল দপ্তরী একাধারে রাজনৈতিক সচেতন, একনিষ্ঠ ক্রীড়া সংগঠক ও নিবেদিত সমাজকর্মী ছিলেন। তিনি কয়েক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেকোনো সামাজিক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। কারো বিপদ-আপদ, সমস্যায় ফজল দপ্তরী তাৎক্ষণিক ছুটে যেতেন। এক সময়ের চৌকস ক্রীড়াবিদ তরুণ সংঘ সিংহেরহাটির একজন কর্মকর্তা হিসেবে কয়েক যুগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাঁর সংসার জীবন দীর্ঘ হয়নি। ফজল দপ্তরী মৃত্যুকালে ভাইবোন, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০ টায় সিংহেরহাটি মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে চিরন্দ্রিায় শায়িত করা হবে।