মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ে সচেতনতামূলক সভা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের লৌহজং শাখার মাইগ্রেশন অফিস এ সভার আয়োজন করে। সভায় ব্র্যাকের লৌহজং শাখার মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ মাহমুদুর রহমান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় সভায় অতিথি হিসেবে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী সংগঠন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. আমির হোসেন, খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মাহমুদুল ইসলাম, প্রবাসবন্ধু ফোরামের সদস্য শিরীন আক্তার বক্তব্য রাখেন।
সৈয়দ মাহমুদুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ব্র্যাক বিদেশে গমনেচ্ছুদের কাজ ও নিরাপদে যেতে পরামর্শ, বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্তদের মানসিক ও আর্থিকভাবে সহায়তা কিংবা প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের জন্য সহযোগিতা দিয়ে থাকে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে অভিবাসন সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।##
সৈয়দ মাহমুদুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, ব্র্যাক বিদেশে গমনেচ্ছুদের কাজ ও নিরাপদে যেতে পরামর্শ, বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্তদের মানসিক ও আর্থিকভাবে সহায়তা কিংবা প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের জন্য সহযোগিতা দিয়ে থাকে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে অভিবাসন সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।##