স্টাফ রিপোর্টারঃ
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ, র্যালি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ সোমবার সকাল ৯ টায়। জুলাই মঞ্চ, মুন্সীগঞ্জ জেলা শাখা এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি গণতন্ত্র, প্রতিবাদ ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
শহরের সুপার মার্কেট কৃষি ব্যাংক সংলগ্ন পিপিআই মোড় থেকে একটি শান্তিপূর্ণ র্যালি শুরু হবে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।