স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩ দশমিক ০৩ শতাংশ থেকে অনেকটাই কম। একইভাবে কমেছে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯।
মুন্সীগঞ্জ সদর উপজেলাতেও ফলাফলে পড়েছে এই প্রভাব। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ঐতিহ্য ধরে রেখে পাসের হারে উজ্জ্বলতা দেখিয়েছে।
শীর্ষে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়
মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এ বছর ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জনকে উত্তীর্ণ করে প্রায় ৯১ দশমিক ২১ শতাংশ পাসের হার অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটি পাশের হারে সদর উপজেলায় শীর্ষ স্থান অধিকার করে।
দ্বিতীয় স্থানে রয়েছে চাম্পাতলা উচ্চ বিদ্যালয়, যেখানে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০ জন। পাশের হার ৮৫ দশমিক ১১ শতাংশ।তৃতীয় স্থানে রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইজাজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেখান থেকে ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪২ জন পাস করেছে। পাশের হার ৮৩ দশমিক ৫৩ শতাংশ এবং প্রতিষ্ঠানটি জিপিএ–৫ পেয়েছে ২৪টি।
চতুর্থ স্থানে রয়েছে মো. আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয় (৮২.৯৫%), পঞ্চম স্থানে মুন্সীগঞ্জ কে.কে. গভ. ইনস্টিটিউশন (৮২.৩০%), এবং ষষ্ঠ স্থানে নৈরপুকুরপাড় মিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, যাদের পাশের হার ৮১.৮২ শতাংশ।
এছাড়াও এ. ভি. জে. এম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৮০.৩৩%), ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় (৮০%), বানিয়াল উচ্চ বিদ্যালয় (৭৮.১৬%) ও মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় (৭৮.১৬%) তালিকার শীর্ষ দশে স্থান পেয়েছে।