বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মিরসরাইতে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু, আটকে পড়া আরও ১১ জন উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাইয়ে গহীন পাহাড়ে বেড়াতে গিয়ে ঝিরিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা আরও তিনজনকে একদিন পর উদ্ধার করা হয়েছে; যারা পথভুলে গহীন পাহাড়ে আটকে পড়ে।

ওই উপজেলার আরেক স্থানে রূপসী নামের ঝর্ণায় আটকে পড়া ঢাকার বিভিন্ন কলেজের আট শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এই দুই ঘটনার মধ্যে জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ঝিরিপথ থেকে ‘পথ হারানো’ তিনজনকে বুধবার দুপুরে উদ্ধারের পর দুই শিক্ষার্থীর মৃতদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

নিহত দুই শিক্ষার্থীর গালিব ও হৃদয় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

উদ্ধার তিনজন হলেন- ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রায়হান এবং অপর দুইজন হলেন সায়েম ও মিরাজ।

 

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম  বলেন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তিন শিক্ষার্থী এবং স্থানীয় সায়েম ও মিরাজ আলাদা আলাদাভাবে মঙ্গলবার পাহাড়ে গিয়েছিলেন। পরে সবাই মিলে মেলখুম ঝিরিপথে যায়।

ওসি বলেন, তাদের মধ্যে গালিব ও হৃদয়ের মৃত্যু হয় পাহাড়ি ঝিরিতে পড়ে। গহীন পাহাড়ি এ এলাকায় মোবাইলের নেটওয়ার্ক নেই। যার কারণে অন্য তিনজন কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি এবং পথভুলে তারাও ঝিরিপথে আটকা পড়ে।

 

যেভাবে সন্ধান মিলল তাদের

ওসি হালিম বলেন, মঙ্গলবার থেকে মোবাইল ফোন বন্ধ এবং খোঁজ না পেয়ে সায়েমের বাবা মেলখুমে তাকে খুঁজতে যান। সেখানে গিয়ে একটি মোবাইল ফোন পান তিনি। সে ফোনটিতে একটি কল আসে এবং তাদের বিষয়টি জানতে পারেন।

বিষয়টি থানায় জানানোর পর ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তিনজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝিরিপথ থেকে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে।

পরে সেখানে খোঁজ করে দুই শিক্ষার্থীর লাশের সন্ধান পাওয়া যায়।

বারৈয়াহাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন  বলেন, দুপুর দেড়টার দিকে তারা পাঁচজনের নিখোঁজের সংবাদ পান। পরে তাদের মোবাইল ফোনের সূত্র ধরে গহীন পাহাড়ের ভেতর তাদের সন্ধান মেলে।

তিনি বলেন, যে জায়গায় থেকে অসুস্থ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় সেটা অনেক গহীন এলাকায়। পথ ভুলে যাওয়ায় তারা সেখান থেকে বের হয়ে আসতে পারেননি, যে কারণে সারারাত সেখানে অবস্থান করেছিলেন।

উদ্ধার তিনজনের সঙ্গে কথা বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ঝিরিপথে হাঁটার সময় এক শিক্ষার্থীর মোবাইল ফোন পড়ে যায়। সেটি আনতে গিয়ে একজন গড়িয়ে পড়েন। আর তাকে ধরতে গিয়ে দুইজন ঝিরিতে পড়ে গিয় আর উঠতে পারেননি। সেখানে তাদের মৃত্যু হয়।

মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় বুধবার আটকে পড়া ঢাকার বিভিন্ন কলেজের আট শিক্ষার্থীকে দড়ি টেনে পাহাড়ি ঝিরিপথ দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

 

রূপসী ঝর্ণায় আটকে পড়া ৮ শিক্ষার্থী উদ্ধার

এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ফাযার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং সৈয়দপুরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টার দিকে আটজন শিক্ষার্থী ঢাকা থেকে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে হাঁটাপথ ধরে ঝর্ণা দেখে ফেরার পথে আটকে যান। অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো পূর্ণ হয়ে নদীর মত স্রোত বইছে।

তাদের মধ্যে চারজন সাঁতার জানলেও অন্যদের উদ্ধারে তাদের একজন ৯৯৯ ফোন দিয়ে সহযোহিতা চান।

মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় বুধবার আটকে পড়া ঢাকার বিভিন্ন কলেজের আট শিক্ষার্থীকে দড়ি টেনে পাহাড়ি ঝিরিপথ দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

পরে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুল্যান্সসহ দ্রুত ঘটনাস্থলের কাছাকাছি যায়। থানার একটি দলও সেখানে পৌঁছায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী উভয় দল প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাপথে ঘটনাস্থলে গিয়ে তীব্র স্রোতের মধ্যে দড়ি টেনে একেএকে তাদের নিরাপদে পার করে নিয়ে আসে।

এ দলের সদস্য মিশতা আহমেদ নূরনবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ভয় পেয়ে গিয়ে ৯৯৯ ছাড়াও বন্ধুদের ফোন করেন। প্রায় দুই ঘণ্টার পাহাড়ি পথ পেরিয়ে এসে তাদের ফায়ার সার্ভিস উদ্ধার করে।

শিক্ষাজীবন প্রায় শেষের পথে থাকা এই তরুণ বলেন, তারা একটি অফিসে কাজ করেন। সহকর্মীদের সঙ্গে এ ভ্রমণে এসেছিলেন।

 

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ