স্টাফ রিপোর্টার: কেরানীগঞ্জে জামিয়া ইসলামিয়া দারুল আফকার উলামানগর মাদরাসার উদ্যোগে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকালে এই পুরস্কার বিতরণ করা হয়।
এতে মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাখাওয়াত হোসেন সুমন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, সহ-সভাপতি রিয়াজউদ্দিন রাজু, আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন,কোষাধ্যক্ষ আলহাজ্ব দুলাল মিয়া, সহ-সভাপতি আব্দুস সোবহান, সদস্য আবুল কাশেম, হাসান মিয়া ও বুলবুল মিয়া প্রমুখ।পরে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।