স্টাফ রিপোর্টার:জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মুন্সিগঞ্জে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেছে ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
আজ শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফ মাহমুদ, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মাখন, মঞ্জুর হোসেন আরিফ, নেহাল হাসনাত, মো. চঞ্চল, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ ইমন, বিউটি আক্তার তৃষা ও সুমি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।