স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ায় পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামের ব্যবসায়ী ইব্রাহিম ও বিল্লাল মিয়ার গোডাউন থেকে মিললো ৩’শ বস্তা চিনি। এসময় ৩’শ বস্তা চিনি জব্দ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার রাত ৮টায় বালুয়াকান্দি ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরিফ।
জানা যায়,গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চিনি অবৈধভাবে মজুত রেখেছেন। তারা এসব খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলমের নির্দেশে বালুয়াকান্দী আতিক নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহন মিয়ার ছেলে ইব্রাহিম ও জোহুর আলীর ছেলে বিল্লালের গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩শত বস্তা চিনি পাওয়া যায়। এ সময় ওই গোডাউন থেকে ৩শত বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন আদালত।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ বলেন, পবিত্র অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্য পণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের সার্বিকভাবে সহযোগিতা ছিলেন গজারিয়া থানা পুলিশের সদস্যরা।