স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। রোববার মুন্সীগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার উপ-পরিচালক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং প্রোগ্রাম অফিসারদের নিয়ে দিনব্যাপী এই অবহিতকরণ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী ও নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস।