স্টাফ রিপোর্টার: শুরু হওয়া এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার তিনি কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউট, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাইস্কুল এর কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।