একে আজাদ মুন্না :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা।
শনিবার বিকালে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা।
গুয়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও গজারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ইদ্রিস মিয়াজী মহন।
জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ অংশ নেয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভায়।
দুপুর থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। বিকাল ৪ টায় কানায় কানায় ভরে যায় গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর মাদ্রাসা মাঠ। কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয় স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভায়।
সভা শুরুর আগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে সাংগঠনিক কর্মসূচি শুরু করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গজারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ইদ্রিস মিয়াজী মহন।
এরপর শুরু হয় কর্মীসভা। সভা উদ্বোধন করেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিবুর রহমান রিফাত প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোবারক সরকার, যুগ্ম আহবায়ক মো. বাবুল হোসেন গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুমন, যুবদল নেতা হারুন সরকার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হারুন অর রশির, ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিম শিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ সালাম মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মহান বলেন, “দেশে নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, কোন অন্যায়- অপকর্মের সাথে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠিন ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে জনাব তারেক রহমান জিরো টলারেন্স। তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গসংগঠন আগের যেকোনো সময়ের চেয়ে সুদৃঢ় ও শক্তিশালী।