মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

সিরাজদিখানে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৩, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোলিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হামিদা বেগম (৪২) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি জনি ফকিরের স্ত্রী এবং মৃত জুফর বেপারীর কন্যা। তার স্থায়ী ঠিকানা সিরাজদিখান উপজেলার আধারিয়াতলা এলাকায়।

পুলিশ জানায়, হামিদা বেগমকে গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে তার দেখানো মতে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকের ঘটনায় জড়িত আরও পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ