মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু হঠাৎ করেই সিরিজটি পেছানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজ পেছানোর কারণ হিসেবে স্পষ্ট করে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ইতিবাচক আলোচনার খবর।

সোমবার বিসিবি সভা শেষে বুলবুল জানিয়েছেন, এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করছেন তারা, ‘আগস্ট-সেপ্টেম্বর হিসাব না, এই সিরিজ কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। কোনওভাবে নির্ধারিত তারিখে  করতে না পারলে পরবর্তী সম্ভাব্য উইন্ডোতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ পেশাদার। তারা এখনও ইতিবাচক, আলোচনা চলমান।’

গত এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুরে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাবে। সেখানে ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এরপর সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

ভারত সিরিজের সিদ্ধান্ত ছাড়াও বিসিবি আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ড সভায়। ডিসেম্বরে বিপিএল শুরুর সিদ্ধান্ত ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্জন মূল্যায়নের জন্য ‘ক্রিকেটার্স অ্যাওয়ার্ড নাইট’ আয়োজন করবে বিসিবি। নারী দলের জন্য একজন নারী নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে; যা এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। খেলোয়াড়দের পেশাদার মানসিকতা ও ব্যবস্থাপনা উন্নয়নে ‘অ্যাথলেটস ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এছাড়া ভারতের বেঙ্গালুরেতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের আদলে পূর্বাচলে হাই পারফরম্যান্স সেন্টার তৈরি করা হবে। এটি পূর্বাচলের মাস্টারপ্ল্যানের সঙ্গে সমন্বয় করে নির্মাণ করা হবে। এর বাইরে ক্রিকেটারদের জন্য কোচিং এডুকেশন সিস্টেম চালু করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের

আমার দোস্ত ঋষি কমল বানার্জী

মুন্সীগঞ্জে ‘জুলাই বিপ্লব’-এ শহীদদের স্মরণে বাগমামুদালীপাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

কালুখালীতে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২’শ পরিবারের মধ্যে রমজানের উপহার প্রদান

৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

যেসব সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শিলইয়ের শ্যামল বেপারি হত্যা, প্রধান আসামি শাহাদাত বেপারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্বেচ্ছায় রক্তদান করলেন পর্যটন উপদেষ্টা

বিসিবির নতুন সভাপতি মুন্সীগঞ্জের সন্তান, পদ ছাড়লেন নাজমুল হাসান