স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া- হাতিমারা সড়কের দু’পাশে শনিবার বিকালে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটি সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আল আমিন শেখ, সদস্য মো: ফয়েজ আহমেদ, ব্যবসায়ী মো: নুরুজ্জামান, শিক্ষক মো: ফয়সাল বেপারি, সবুজ কুঁড়ির সদস্য মো: রিংকু, মো: রোমান, মো: রাজিব ও মো: রুমান হোসেন সহ অন্যরা। এসময় সড়কের দুপাশে উন্নত জাতের চেরি ফুল, কৃষ্ণচূড়া, কাঁঠাল সহ অন্যান্য গাছ রোপণ করা হয়৷ সবুজ কুঁড়ি বাংলাদেশের এই কার্যক্রম অব্যাহত থাকবে জানানো হয়।