মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খিদিরপাড়া পল্লীমা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার খিদিরপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত দক্ষিণ বেতকা মিতালী সংঘ বনাম নওপাড়া প্রাক্তন ছাত্রসংসদের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলায় দক্ষিণ বেতকা মিতালী সংঘকে ৪-১ গোলে হারিয়ে নওপাড়া প্রাক্তন ছাত্রসংসদ বিজয় অর্জন করে৷
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, খিদিরপাড়া পল্লীমা সংঘের সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন মাদবর, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির মাদবর, জাপানি আর্টিস্ট রোলা, সাগর পাঠান, হাজী মো. মোকলেসুর রহমান দেওয়ান, দিদার মেম্বার, মো. বাদল হোসেন হাওলাদার, মো. এনায়েত ইসলাম বাদল, হাজী মো. শাহজাহান শেখ, সিরাজ পাঠান প্রমুখ৷ এ সময় পল্লীমা সংঘের সদস্য ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন৷##
মো. শওকত হোসেন