সিরাজদিখানে বিএনপির সহযোগি সংগঠন গুলোর যৌথ মতবিনিময় সভা।
আনিছুর রহমান রুবেল
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের এই যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান কুট্টি, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি শফিকুল ইসলাম বাদল,সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার।সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি।
উক্ত সভায় সিরাজদিখান উপজেলার যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংগঠন কে কিভাবে আরো গতিশীল করে তোলাযায় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমাদের এই ৩ সংগঠনের কেউ কোন ধরনের অন্যায় করলে, অপরাধ করলে, সে যত বড় ত্যাগীই হোক, কোনরকম ছাড় দেওয়া হবে না। জনগণের মনে আস্থা তৈরির জন্য সবাইকে কাজ করতে হবে। আমাদের এমনভাবে দেশের জন্য কাজ করতে হবে,যেনো আমাদের আওয়ামী লীগের মত পালিয়ে যেতে না হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন,আর কোন নালিশ শুনতে চাই না। এখন থেকে সাথে সাথেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই, সকলেই সাবধান। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সবাইকে আজকের পর থেকে সাবধান ও সতর্কভাবে চলতে হবে। কোন অপরাধের সাথে যুক্ত হওয়া যাবে না।