স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেলা জজ কোর্টের ভিপি কৌশলী হিসেবে নিয়োগ পেলেন সদর উপজেলার রনছ এলাকার মোঃ রফিজউদ্দিন শেখের বড় ছেলে এডভোকেট মজিবুর রহমান শেখ।
গত ২০ মার্চ ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্মারক নম্বর ৩১.০০.০০০০.০৪৫.৪৫.০২৯.২৪-১২১ জারি করেন সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ।
এখন থেকে তিনি ভিপি কৌশলী হিসেবে একইসাথে অর্পিত সম্পত্তি, প্রত্যর্পণ, ট্রাইবুনাল/ আপিল ট্রাইবুনাল এবং অন্যান্য দেওয়ানী আদালতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।
তিনি হিরন কিরন থিয়েটারের সভাপতি, কল্যাণমূখী নাট্য সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জেলা স্কাউট এর সম্পাদক, এছাড়া ডায়াবেটিস সমিতি, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা স্কাউট এর আজীবন সদস্য।#