স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দলের এক কর্মী ও একটি গাড়ির চালক।
এনসিপি নেতাদের দাবি, একটি আন্তঃজেলা বাস তাদের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিলে তারা বাসচালকের কাছে কারণ জানতে চান। তখনই ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি এসে অতর্কিতে হামলা চালায়। হামলায় একজন গাড়িচালক ও একজন এনসিপি কর্মী আহত হন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।
প্রথমে দলটির পক্ষ থেকে ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে দাবি করা হয়। এনসিপির মুখপাত্র অপু বলেন, “বাসচাপা দিয়ে হয়তো নাহিদ বা সারজিসকে হত্যা করার পরিকল্পনা ছিল। আমরা মনে করি, এটি পরিকল্পিত হামলা ছিল এবং শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।”
তবে কিছুক্ষণ পর সেই অবস্থান থেকে সরে আসে দলটি। মুখপাত্র অপু জানান, “পরবর্তীতে আমরা জানতে পেরেছি, এটি পরিকল্পিত নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ। ওসি সারওয়ার আলম খান জানান, “ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে। তারা একজন হামলাকারীর ভিডিও ফুটেজও আমাদের দেখিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”