শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

ওমরাহ করে দেশে ফিরলেন বিএনপি নেতা বাবর

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ

ওমরাহ করে দেশে ফিরলেন বিএনপি নেতা বাবর

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
লুৎফুজ্জামান বাবর গত ৩০ জানুয়ারি সৌদি আরবে ওমরাহ পালন করতে ঢাকা ত্যাগ করেছিলেন। দুবাইয়ে যাত্রা বিরতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা নেন। পরে সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশে অবস্থান শেষে তিনি দেশে ফিরেছেন।
বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শায়রুল কবির খান জানিয়েছেন, লুৎফুজ্জামান বাবর আগামী ২৩ ফেব্রুয়ারি তার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিনি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
গত ১৬ জানুয়ারি ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে ১৯ জানুয়ারি তিনি বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত