স্টাফ রিপোর্টার: সবার আগে বাংলাদেশ, একাত্তরের মুক্তিযুদ্ধেই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভক অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মেজর হাফিজ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের জেনারেল সেক্রেটারি সাদেক আহমেদ খান, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইত্তিয়াক আজিজ উইফাত। এতে মুন্সীগঞ্জ জেলা থেকে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটি উপজেলার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভ্যতার আলো/ এমএজে