সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জাতিসংঘের (অব.) আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে পুনরায় নির্বাচিত হন।সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য সাইয়্যেদুল বাসারের প্রস্তাবে নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন

সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন।

পরে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে সভাপতি হিসেবে নজরুল ইসলাম সর্বোচ্চ সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে দুই (২০২৫-২৭) বছরের

জন্য সাধারণ পরিষদের সভাপতি ঘোষণা করা হয়।এছাড়া পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ২০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে।

 

সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আবজল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক ডিএম মাহফুজুর রহমান, সুসাহিত্যিক মো. শাহজালাল (বাউল সাজু), বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা (পিএসএম), মেজর মো. সিফাতুল আলম, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (ঢাকা পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খাঁন, দৈনিক আমার দেশ পত্রিকার মফস্বল বিভাগের সাব এডিটর মোস্তাফিজ বুলবুল, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ইমপ্রেস গ্রুপের শহীদুল ইসলাম এফসিএমএ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি শাহানা আফরোজ, উত্তর রাংগামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ, সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি, নারী উদ্যাক্তা সানজীদা হায়াত দীপা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জাপান প্রবাসী নূরুল ইসলাম খান, আমানা গ্রুপের জিএম (ফিনান্স এন্ড একাউন্ট) রফিকুল ইসলাম, জাহানারা আক্তার সুমী,  মালখানগর কলেজের প্রভাষক মোবারক হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক প্রভাষক সাজ্জাদ খান প্রমুখ।

 

ঝিকুট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি ফাউন্ডেশনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো এবং সকল সদস্যদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

 

উল্লেখ্য, ঝিকুট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ শ্রেণিকক্ষে ইউএনও: ব্যস্ত প্রশাসকের হাতে ২০ মিনিটের শিক্ষকতা!

মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

২১ অগাস্ট মামলায় সবাই খালাস: কেন এ রায়

সিরাজদিখান থানায় নবাগত ওসি মোঃ আবু বকর সিদ্দিকের যোগদান

মনাকষা সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল আটক

সুস্নাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা অন্ধগর্ভের মেঘবর্ণা

ইয়ামাহা রাইডার্স ক্লাব মুন্সীগঞ্জের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

মুন্সীগঞ্জে ঈদেও স্বাস্থ্য সেবা মিলছে পরিবারকল্যাণ কেন্দ্রে

মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় করলো মুসল্লীরা