রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

‘নাশকতার পরিকল্পনার অভিযোগে’ মুন্সীগঞ্জে ৫৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘গোপন বৈঠক, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ৫ ইউপি চেয়ারম্যানসহ ৫৫ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পরে আটককৃত দুই আ. লীগ নেতাকে বঙ্গবন্ধু ও ইতিহাস বিষয়ক বইসহ গ্রেপ্তার দেখানো হয়।

গত শুক্রবার দুপুরে সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশরাফ আলী, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কাঠালতলী গ্রামে অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।

তারা হলেন- ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার (৪৮) ও জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ঢালী (৫১)।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতহাস নিয়ে লেখা বেশ কয়েকটি বই ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০ টি পোষ্টার উদ্ধার করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে- শেখ ফজলুল করিম সেলিমের লেখা বই- ‘ভারতবর্ষের স্বাধীনতা: ঘটনাবহুল ইতিহাস’, মো. আজিজ মাহমুদের লেখা ‘মুজিব ইজ এ গ্রেটম্যান’, রুহুল আমিন বাবুলের লেখা ‘ছোটদের শেখ মুজিব’ ও আসাদুজ্জামান খান কামালের লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’।

এ বিষয়ে শনিবার জানতে চাইলে সিরাজদিখান থানার ওসি গণমাধ্যমকে জানান, বইগুলো জব্দ করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই নিষিদ্ধ কিনা– এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, তাহলে বইগুলোও নিষিদ্ধ।

জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাদী হয়ে পুলিশ এই মামলা দায়ের করে।

ওসি জানান, গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের পেছনে ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আ. লতিফ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়াদের উঠানে নেতাকর্মীদের সমবেত করে গোপন বৈঠক করে ছাত্রলীগ। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এরপরই ওই রাতে উপজেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার ও শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন বই ও দলীয় পোষ্টার উদ্ধার করে জব্দ করা হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ