রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

অনলাইন রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে স্থানীয় ডুবুরিরা মরদেহটি খুঁজে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই বিজিবি, পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় ডুবুরিদের সহায়তায় দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টার পর নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার পর ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ওই নৌকার সংঘর্ষ হয়। এতে বিজিবির নৌকা ডুবে যায় এবং অস্ত্রসহ পানিতে তলিয়ে যান সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পে কর্মরত সিপাহি মাসুম বিল্লাহ। সংঘর্ষের পর অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ নিখোঁজ ছিলেন। রাতভর উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে পাওয়া যায়নি, তবে পরদিন বিকেলে তার মরদেহ উদ্ধার হয়।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ