বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, ম্যাগজিন এবং ৫ রাউন্ড তাজা গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব-১০-এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ আগস্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমন্দ্রা বাজার এলাকায় একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে।

পরবর্তীতে রাত ৮টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ৫ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ মো. শাহানুর (৫৩) নামে একজনকে আটক করা হয়। তিনি মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খরিয়া গ্রামের বাসিন্দা এবং সিরাজউদ্দিন সরদারের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত শাহানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তিনি লৌহজংয়ের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেফতারকৃত শাহানুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ - মুন্সীগঞ্জ