স্টাফ রিপোর্টার: জাতীয় বৃক্ষমেলায় বাঁশপাতার চা পান করলেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলা পরিদর্শনের সময় তথ্যকেন্দ্রে বসে সফরসঙ্গীসহ কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানের বাঁশপাতার চায়ের স্বাদ গ্রহণ করেন তিনি। পরে তিনি ব্যাম্বোরিয়ান স্টল ঘুরে দেখেন। উল্লেখ্য, এবারের বৃক্ষমেলায় ৪২ প্রজাতির বাঁশের সংগ্রহ নিয়ে আসা কোয়ান্টাম স্টলে বাঁশপাতার চা বেশ জনপ্রিয় হয়। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী বাঁশের চা খেতে স্টলটিতে ভিড় করেন।