স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ শহর থেকে নারায়ণগঞ্জের চাষাড়ায় যাওয়ার একমাত্র প্রধান সড়ক হচ্ছে মুক্তারপুর সড়ক। মাত্র ৯ কিলোমিটার এই পথ পাড়ি দিতে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভরসা রাখেন লেগুনা, সিএনজি, অটোরিকশা ও মিশুকের ওপর। অথচ এই রুটে নানা বাহানায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এতে দিনকেদিন দুর্ভোগ বাড়ছে নিয়মিত চলাচলকারীদের।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই পথে সিএনজির ভাড়া প্রচলিত আছে ৫০ টাকা করে। কিন্তু কোরবানির ঈদের পর থেকে হঠাৎ করেই এ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন আর কোনো সিএনজিই আগের মতো ৫০ টাকায় যাত্রী নিতে চাচ্ছে না। প্রতিটি সিএনজি যাত্রীদের কাছ থেকে নিয়মিতভাবে আদায় করছে ৬০ টাকা। শুধু তাই নয়, সন্ধ্যা নেমে এলে কিংবা আবহাওয়া খারাপ হলে ভাড়া এক লাফে বেড়ে দাঁড়ায় ৭০ থেকে ৮০ টাকায়। অনেক সময় তা ১০০ তে গিয়ে ঠেকে।
স্থানীয়দের অভিযোগ, কোন রকম প্রশাসনিক তদারকি না থাকায় সিএনজি চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। এ কারণে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করতে হবে। সেই সঙ্গে রাস্তায় ভাড়া তদারকির জন্য নিয়মিত অভিযান ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।