স্টাফ রিপোর্টারঃ
২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ‘বর্ষবরণ অনুষ্ঠান’ হয়েছে। “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” শিরোনামে সোমবার হাসপাতাল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণীসহ নানা কর্মসূচিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আহমেদ কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট (শিশু) ও নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন (হেলাল)। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এহসানুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ সাইদ, ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ মুরাদসহ আরো অনেকে। বক্তারা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে স্বাস্থ্য সেবায় অগ্রগতি ও দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। নববর্ষের এ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ডা: শৈবাল বসাক।