স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কেওয়ার সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রশিদা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
৩৩ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন রশিদা আক্তার। বিদায় অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে স্মরণীয় ভালোবাসা ও শ্রদ্ধার সাথে বিদায় জানান।
বিদায় সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় একাধিক উদ্যোগ। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ব্যারিস্টার এম এ রউফ (রুবেল) এর সৌজন্যে ৯ জন কৃতি শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয় এবং ১৭ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এছাড়াও, প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জুয়েল দেওয়ান, শহিদুল হাওলাদার এবং আলি আহমেদ শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি রাশিদা আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। খুবই আনন্দ লাগছে। খারাপও লাগছে ওদের ছেড়ে যেতে। “